বাংলাদেশের প্রতিটা মানুষের এই বইটা অন্তত একবার করে হলেও পড়া উচিৎ! কেননা আমাদের জং পড়া মস্তিষ্কে শান দেবার জন্য এই বইটির বিকল্প আর কিছু নেই। অন্তত তার যুক্তিগুলো খন্ডাতে চাইলেও আপনাকে এই বইটা বহুবার পড়তে হবে। বইটা পড়তে গিয়ে আমাকে বারবার থামতে হয়েছে। আমার ভাবনার জগতে এতটা আঘাত আর কোনো বই কখনো করেনি। বইটির অনেক নিখুঁত চিন্তার বিশ্লেষণ পাঠককে গভীরভাবে ভাবাবে।