এতটা খোলামেলা যুক্তিতর্ক এবং উপভোগ্য হতে পারে একটি সাক্ষাৎকার তা আমার ধারণাই ছিল না। বাংলার আকাশে সবচেয়ে বেশি আলো দেওয়া নক্ষত্রগুলোকে একত্র করে যে এই অসাধ্য সাধণ করতে পেরেছিলেন তিনি আরও এক কিংবদন্তী:-হুমায়ুন আজাদ। তিনি বোধহয় চাঁদ। সাক্ষাৎকার টা হুমায়ুন আজাদ নিয়েছিলেন বলেই এটা কালজয়ী হয়ে আছে। এখানে মুক্তমনে পাঁচজন কথা বলেছেন জীবন, যৌনতা ও আরো বহু বিষয় ও অন্তরঙ্গ জীবন সম্পর্কে। উঠে এসেছে নানান স্পর্শকাতর প্রসঙ্গ, জটিলতা এবং তা উৎরে যাওয়ার মন্ত্র। জীবন কেবলই একটি রঙ্গমঞ্চ নয় জীবন মানে জীবন্ত সিনেমা। এই বইটি একটি সময়ের দলিল ও অপ্রকাশিত অন্তরের অকপট প্রকাশ। জীবন বুঝতে হলে আপনাকে এই নক্ষত্রগুলোর কাছে যেতেই হবে।