কল্পকাহিনী নয়, সত্যিকারের শ্বাসরুদ্ধকর এক অদৃশ্য জগৎে আপনাকে স্বাগতম! পৃথিবী তো বটেই স্বয়ং আমার-আপনার সাথেই রোজ কত কি ঘটে যাচ্ছে তার কয়টার খেয়াল আমরা রাখি কিংবা রেখেছি? ভারতের গোপন বৈদেশিক গুপ্তচর সংস্থা মানুষের সবচেয়ে কম জানা সংস্থাগুলোর মধ্যে প্রথম। বাংলাদেশ গঠনে যাদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই সাথে আফগানিস্তান ও শ্রীলঙ্কায় সফল অভিযানের কথা তো সকলেরই জানা। এমনকি ইরান-ইরাক যুদ্ধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লেখক যতীশ যাদব দীর্ঘসময় পর্যবেক্ষণ করেছেন সত্যিকারের স্পাইদের বাস্তবিক জীবন। বাস্তব পরিস্থিতিতেই তিনি এঁকেছেন তাদের ক্রিয়াকলাপের একটা গোটা মানচিত্র। স্পাইদের সাথে তার নিবিড় আলাপচারিতাই উঠে এসেছে গোপন সব অভিযানের চাঞ্চল্যকর সব তথ্য। কিছু বই নিজ দায়িত্বে পড়তে হয়, সংগ্রহে রাখতে হয় সেই বইগুলোর মধ্যে এটি অন্যতম। অন্তত একজন বাংলাদেশি হিসেবে বইটি না পড়ার বিকল্প কিছু নেই। বইটি কেন পড়া উচিৎ কেনই বা সংগ্রহ করা দরকার আই থিংক আপনি তা আরও ভালো এক্সপ্লেইন করতে পারবেন।