হাবলুদের মনে মাঝে মাঝে চাল্লুদের পিছে ফেলে এগিয়ে যাওয়ার ইচ্ছা আসে। কিন্তু ভয়, কনফিউশন ও ফাঁকিবাজির কারণে তারা মুখ লুকিয়ে থাকে। মাঝে মাঝে তারা চায় প্রোগ্রামিং করে বলদ থেকে বস হয়ে যেতে। কিন্তু, এই ইচ্ছা কারো কাছেই প্রকাশ করতে পারেনা, কিংবা সঠিক নির্দেশনা পায়না বলে আর তাদের বস হয়ে উঠা হয়না। যেসব হাবলুরা এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত তাদের জন্য ‘প্রোগ্রামিংয়ের বলদ টু বস’ বইটি আদর্শ হতে পারে।
যারা অল্প একটু প্রোগ্রামিং শিখে আর মজা পায় না। অথবা যখনই শিখতে যায়, তখনই প্রোগ্রামিংয়ের মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে লেজ গুটিয়ে পালায়।। তাদেরকে মজায় মাজায় বেসিক ডাটা স্ট্রাকচার, বেসিক এলগোরিদম আড্ডার ছলে শিখানো হয়েছে এই বইটিতে।