বি:দ্র: “একপেশী কিংবা সাধারণ পাঠক-পাঠিকার জন্যে বইটি নয়। কেননা আহমদ শরীফকে পড়া যতটা সহজ বুঝা তারচেয়েও কঠিন, এবং মহকঠিন হচ্ছে তা উপলব্ধি করতে পারা। সুতরাং যারা চিন্তা করতে পছন্দ করেন না, তাদের জন্যে এই বইটি নয়।”
আহমদ শরীফকে হজম করা যেমন কঠিন, তেমনি কঠিন উপেক্ষা করাও। যেখানে অনুমান করাও প্রায় অসম্ভব, আহমদ শরীফ সেই অনুমীয় বস্তুর যে বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো আমাদের স্ব-শিক্ষিত জনগোষ্ঠির জন্যে রেখে গেছেন তা অনবদ্য। এই বইটিকে কালের সেরা বই হিসেবে আখ্যায়িত করা হয়। এর কারণ একটিই, আধুনিক বুনো-বর্বরতার বিরুদ্ধে এমন শক্ত জবাব আর কেউ কিংবা কোনো গ্রন্থ দিতে পারে নি।