বাংলাদেশের অন্যতম সেরা এই মনীষীর অনবদ্য এক সৃষ্টি “প্রার্থনা” যাদের কাছে তাঁর এই জন্মের ঋণ জমা, সেই ঋণ খানিকটা শোধ করারই একটা ক্ষুদ্র প্রয়াস “প্রার্থনা”। বইটির মাধ্যমে এক প্রকার নিজের সাথে নিজের বোঝাপড়া সেরেছেন তিনি। সেই বোঝাপড়ায় আপনার কি আসে যায়? যদি মনে সেই প্রশ্ন উদয় হয়েই যায়, তবে আপনাকেই বলছি,
যায় না স্যার, বরং আসে।
প্রার্থনার প্রার্থনায় আপনার দৃষ্টি-ভঙ্গি বদলাবে এটা কমন বিষয়, আবার আপনার জানার জগৎ যে সমৃদ্ধ হবে সেটাও তো সিলেবাসের বাইরে নয়! কেননা লেখক যে স্যার সলিমুল্লাহ খান! উনি যে আমাদের! উনি সবার।
কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ! প্রার্থনায় আপনার যাদের সাথে পথ চলা শুরু হবে তারা কেউই সাধারণ নয় সাধারণের আগে আরেকটা বাড়তি “অ” আপনি অজান্তেই তাদের নামের পূর্বে লাগিয়ে দিবেন। লাগাতে যে বাধ্য।
এটা তো শুধুই একটা বই নয়! বরং একটা রত্ম।