একই ঘুড়ি বারবার উড়াই আর কাটা পড়তে দেখি; অস্বাভাবিক ফাঁকা লাগে আকাশ, কোনো দিকেই আর যখন কোনো রং চোখে পড়ে না, আবারও বারবার উড়ানোর মতো নতুন ঘুড়ি পয়দা হয়। আবারও কিছুদিন উড়াই। নাটাইয়ের ভারে যখন নুয়ে যেতে থাকি, ছুড়ে ফেলি সেটাও। ঝাড়া হাত-পা হয়ে ডানে-বামে না তাকিয়ে রাস্তায় হাঁটি। সড়ক-বিভাজনীতে পোষা প্রাণীদের জন্য রাখা খড়গুলো ডাকে, রোদের মধ্যে ঘুমাতে বলে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডাব কাটা দেখি, ভেলপুরি মামার সামনের ভিড় দেখি, শাঁসসহ ডাব খাই একটা। ডুবে যেতে থাকি প্রতিনিয়তই, তবু তলিয়ে যাই না!