মানুষ অনেক সময় তার জীবনের কাছে পরাজিত অনুভব করে। এখন রাত আনুমানিক ৩টা বাজে। মাইশা তার জীবনের সকল স্বত্ত্বা দ্বারা নিজেকে একটু ভালবাসার চেষ্টা করছে। কিন্তু সে বারবার নিজের কাছে পরাজিত বোধ করছে। তাকে পরিবার, সমাজ থেকে এমন একটি বিষয়ের জন্য দোষারোপ করা হচ্ছে যার কারণ আসলে সে নয়। তাকে দোষ দেওয়া হচ্ছে কারণ সে তার জীবনের একটি ভুল সময়ে, ভুল জায়গায়, ভুল সিদ্ধান্ত নিয়েছে। এতোগুলো ভুলের জন্য ঘটে যাওয়া দোষে সে কোনো কারণ নয়। কিন্তু এই সমাজ খুব সহজেই তাকে দোষারোপ করতে পারছে। কারণ, সমাজের চোখে শুধু দোষটাই দেখা হয়। দোষের কারণ নিয়ে এই সমাজে এতো মাথাব্যাথা নেই।