কমবেশি আমরা সবাই ফাইন্যান্স শব্দটির সাথে পরিচিত। কিন্তু অর্থবিজ্ঞান শব্দটির সাথে কি আমরা ততটা পরিচিত? সম্ভবত না! অথচ ফাইন্যান্স এবং অর্থবিজ্ঞানের মানে একই— একটা ইংরেজি অন্যটা বাংলা। তাই ফাইন্যান্সের চর্চা এদেশে যতটা হয়, অর্থবিজ্ঞানের চর্চা ততটা হয় না। আর্থিক বিষয়গুলো নিয়ে আমরা যা কিছু কাজ করি, সেটা শিক্ষাজীবনে হোক বা কর্মজীবনে, তার সিংহভাগই বাংলার পরিবর্তে ইংরেজিতে করা হয়। অথচ হবার কথা ছিল উল্টোটা! সেই ভাবনা থেকেই অর্থবিজ্ঞানে হাতেখড়ি বইটি লেখা। এখানে অর্থবিজ্ঞান বা ফাইন্যান্সের মূল বিষয়গুলো সহজ বাংলায় গল্পের মতো করে বলা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থবিজ্ঞানের যে বিষয়গুলো দরকারি, শুধু সে বিষয়গুলোই এই বইতে নিয়ে আসা হয়েছে। আর যেসব উদাহরণ ব্যবহার করা হয়েছে তার সবগুলোই আমাদের খুব চেনা— অপরিচিতি বিদেশি কোনো গল্প না। শিক্ষার্থীদের অর্থবিজ্ঞান বা ফাইন্যান্সকে বাংলা ভাষায় নতুন ও সহজভাবে জানতে এবং বুঝতে এই বইটি উৎসাহ দিবে।