একবার পড়া শেষ হলে আবার পড়বেন; কয়েকবার পড়বেন। দেখবেন প্রতিবার পড়ার পরে নতুন কিছু মনে হবে। পড়া শেষ করার পর গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া অনুভূতি আমি বা আপনি কেউই বর্ণনা করতে পারবে না। সলিমুল্লাহ খান বলেছিল, ওঙ্কারের মধ্য দিয়ে আহমদ ছফা, আহমদ ছফা হয়ে উঠেছিল। উপন্যাসটা মগজে রীতিমত একটা ঝড় তুলে দিয়েছে। শব্দের পর শব্দ সাজিয়ে এত্ত সুন্দর ভাবে বর্ণনা করে গিয়েছেন, রীতিমত মগজ কাঁপিয়ে দিয়েছে। যার উত্তাপটা থেকেই যাবে প্রতিটি পাঠক/পাঠিকার তাজা শিরা উপশিরায়।
'কোন রক্ত বেশি লাল?
শহীদ আসাদের না আমার বোবা বউ এর?'