নামটা শুনে মনে হতেই পারে, “অপদার্থ বিজ্ঞান”! আসলে কিন্তু “অ পদার্থবিজ্ঞান”, মানে পদার্থবিজ্ঞান শুরু করার জন্যে এই বই। এখানে কার্টুন আর ছবিতে খুব সহজে পদার্থবিজ্ঞানের বিষয়গুলো বুঝানোর চেষ্টা করা হয়েছে। যারা বিজ্ঞানের ছাত্র/ছাত্রী না, তারাও যেমন বইটা পড়ে পদার্থবিজ্ঞানের মূল বিষয়গুলো বুঝতে পারবে, তেমনি যারা পদার্থবিজ্ঞান পড়ে, তারাও বিষয়গুলোর ভিন্ন উপস্থাপন দেখে মজা পাবে।