নুর হোসেন আলোর ম্যাজিক বাক্স বানিয়ে মেলায় বিক্রি করছিল। মেলায় নুরের সাথে দেখা হয় আনাস ও তার বন্ধুদের। শিক্ষার আলো থেকে বঞ্চিত নুর স্কুলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। আনাসরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু নানা রকম প্রতিবন্ধকতায় কিশোর দলটি কি সফল হতে পেরেছিল?
অন্যদিকে বার্ষিক পরীক্ষায় শামিম গণিতে ফেল করে বাড়ি থেকে পালিয়ে যায়। ধরা দেয় অন্ধকার জগতের মানুষদের কাছে। একসময় দুর্ধর্ষ মানুষগুলোর কাছ থেকে সে পালিয়ে বাঁচতে চায়। সে কি অন্ধকার জগতের মানুষদের কাছ থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল?