আমি জানি না আপনাদের কাছে নোমানের এই ইস্যু কেমন লেগেছে, (আশা করি ভালো লেগেছে) তবে কথা এখানে না। এই নোমান ৩ আমাদের স্টুডিওর জন্য কত বড় একটা একটা বিষয় তা আপনাদের বোঝাতে পারব না। এই ইস্যু যখন বের হয়েছে, তখন আমাদের স্টুডিও “অন্তিক এনিমেটেড স্টুডিও” বাংলাদেশের একটা লিগাল কোম্পানি। আমরা নিজেরা আগে কমিকস পাবলিশ করলেও, অনলাইনে পুরোদমে কমিকস কখনো ছাড়িনি। এখনো আমাদের দেশের মানুষের মধ্যে অনলাইনে বাংলা কমিকস পড়ার অভ্যাস তেমন একটা তৈরি হয়নি। এছাড়া বাংলাদেশের কমিক বুক লাভারদের শুরু থেকেই কম দামে ভালো মানের কমিক বুক সরবরাহ করা আমাদের প্রচেষ্টা ছিল। এর সব কিছুরই সূচনা হয়েছে এই নোমান ৩ দিয়ে।