নোমান একজন বাংলাদেশি সুপারহিরো। থাকে ঢাকায়। ইচ্ছা একদিন সুপারহিরোগিরী করে ইউটিউবে অনেক ফেমাস হবে। কিন্তু তার কপালে কোনো ভালো ভিলেন জুটে না, হয় জোটে পকেটমার, আর নাহয় জুতা চোর। এ নিয়ে হেটাররা তার ভিডিওর কমেন্টে হাসাহাসি করলে সে ডিপ্রেসড হয়ে যায়। সে চায় তার লাইফেও আসুক ভয়ানক কোনো সুপার ভিলেন এবং দুর্ভাগ্যবশত নোমানের সেই স্বপ্ন পূরণও হয়ে যায়! তারপর?