: নাম কী ঋতুর?
: বর্ষা
ভেজা ভেজা পাতার বুকে
বৃষ্টি জমে দারুণ সুখে
একটুখানি আড়াল পেতে
একটা ছাতাই ভরসা
আহা! বর্ষা আমার বর্ষা।
এমনই সব মনরাঙানো ছড়া দিয়ে সাজানো হয়েছে ঋতুর কথা, মায়ের কথা, বন্ধুর কথা, দেশের কথা। বক্তব্য, ছন্দ, উপমা, শৈল্পিকতা ও উপস্থাপনরীতির নান্দনিকতায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। শিশু-কিশোরদের মনোজগতে ঘুরে বেড়ানো দৃশ্যকল্পের বর্ণিল আয়োজন নিয়ে এই গ্রন্থ— নির্বাচিত ছড়া।