বয়ঃসন্ধিকালের কৈশোরের নতুন যৌবনের প্রথম যে অনুভুতি সেটা এত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে যা অনবদ্য। যৌনতা নিয়ে কিশোরের প্রথম কৌতুহল কিংবা প্রথম শরীরি উত্তেজনা এই সবকিছু উঠে এসেছে বইটিতে। রয়েছে গ্রামীণ জীবনের প্রকৃতির সৌন্দর্য আর কঠিন বাস্তবের পুনর্নিমান।