একদিকে রূপকথার রাজ্য। অন্যদিকে ভার্চুয়াল পৃথিবী। একদিকে ডালিম কুমার, বেলুন পাহাড়, হাউ মাউ খাউ বলা রাক্ষস, পরীর দল এবং জালুয়া হাওড়ের ডাকাত সর্দার হালুয়া। অন্যদিকে বিজ্ঞানী, সফটওয়্যার, ট্যাব, ভিডিও গেম। ওদিকে আঘাত হেনেছে কারোনাভাইরাস। চলছে লকডাউন। এমনই এক দুঃসময়ে ঘরবন্দী নাভিদ রূপকথার নীল ঘোড়ায় চড়ে চলে যায় অজানা রাজ্যে। দুধের সাগর আর ক্ষীর নদী পেরিয়ে ভার্চুয়াল পৃথিবীর জন্য তৈরি করে নীল ঘোড়ার খেলা। কে জিতবে এ খেলায়? উত্তর জানাতে চলছে জুম মিটিং।