মুক্তচিন্তা ও ইসলাম
মুক্তির আকাক্সক্ষা সবখানে, সর্বত্র। সামগ্রিক মুক্তির প্রথম ধাপ মনের মুক্তি। তাই চিন্তার সাথেও যুক্ত হয়েছে একটা টার্ম- ‘মুক্তচিন্তা’। চিন্তা সংকীর্ণ হতে পারে, সুদূরপ্রসারী হতে পারে, শুদ্ধ কিংবা অশুদ্ধ হতে পারে, কিন্তু সে চিন্তা কি মুক্ত হতে পারে? যদিও হয়, এর সাথে শুদ্ধাশুদ্ধির কোনো সম্পর্ক আছে কি? মুক্তচিন্তা কি শুধুই সত্যের পথ দেখায়? নাকি মরীচিকার পেছনেও হাঁকিয়ে নিয়ে যায়?
গ্রন্থকার এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন মলাটবদ্ধ পাতাগুলোতে। বলা যায়, মুক্ত মনে মুক্তচিন্তার এক সাবলীল ব্যবচ্ছেদের নাম ‘মুক্তচিন্তা ও ইসলাম’ গ্রন্থ।