স্বপ্ন!
ছোট্ট একটা শব্দ।
অথচ এই শব্দটাই পাল্টে দিতে পারে আমাদের জীবনকে।
প্রতিকূলতাকে জয় করতে নিজের জীবনের মোড় ঘোরাতে হলে আপনাকে দেখতে হবে স্বপ্ন। এই স্বপ্নটা ঘুমের মাঝে দেখা স্বপ্ন নয়, এটা হলো জেগে জেগে দেখা ভবিষ্যৎ জীবনের স্বপ্ন।
স্বপ্ন দেখতে পারাটা মানুষের মানবিকতার একটা বড় অংশ, হয়তোবা সবচেয়ে বড়। রোবট, কম্পিউটার এদের সাথে আমাদের বড় পার্থক্য এটাই। কম্পিউটারবিজ্ঞান নিয়ে প্রায় ১৮ বছর কাটানোর পরে এটা বিশ্বাস করি, কয়েক বছর পরেই কম্পিউটার বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে, টুরিং টেস্টে পাস করবে সহজেই। কিন্তু তার পরেও আমরা মানুষেরা হয়ে থাকব অনন্য।
আমরা হয়তোবা বিদ্যুৎগতিতে কাজ না করতে পারি,
আমরা যে স্বপ্ন দেখতে পারি, অসাধারণ অসম্ভব সব স্বপ্ন...........