মজিদ মাহমুদ আশির দশকে আবির্ভূত অন্যতম শক্তিমান কবি। বাংলাদেশের কাব্যচিন্তন পরিধি ও প্রবণতার ধারায় তার স্বাতন্ত্র্যসূচক কাব্যবৈশিষ্ট্য সুচিহ্নিত। নির্বাচিত কাব্যবস্তুর কাব্যময় সুর ও স্বরে, উপস্থাপনা ঢং ও নান্দনিক বিষয়বিন্যাসে তিনি স্বাতন্ত্র্যিক শিল্পভুবনের বাসিন্দা।
এই কবির কাব্যকর্ম নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে; তবে সেটি পর্যাপ্ত নয়। আবার একেবারে কমও নয়। এই গ্রন্থের প্রবন্ধগুলোতে লেখক গবেষকের মতো সমালোচনার দৃষ্টি নিয়ে কবিতার ব্যবচ্ছেদ করার চেষ্টা করেননি। বরং একজন পাঠক হিসেবে পাঠান্তে পাঠকহূদয়ের যে গভীর আলোড়ন সৃজিত হয়, সেটিই তিনি প্রবন্ধগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন।
গ্রন্থটি মজিদ মাহমুদের কবিতাপাঠে পাঠকের হয়তোবা কিছুটা সহায়ক হতে পারে।