মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করা সম্ভব কেবলমাত্র যদি মৃতদেহটি শনাক্ত করার মতো অবস্থায় থাকে। আর সেই বিশ্বাস থেকেই মিশরে মমিকরণের সৃষ্টি। সে-যাইহোক, মিশর নিয়ে আমাদের জানার আগ্রহের কোনো কমতি নেই। মমি, পিরামিড, ফারাও, হায়ারোগ্লিফ ইত্যাদি নানা বিষয়ের জন্য দেশটির প্রাচীন ইতিহাস বরাবরই আমাদেরকে চুম্বকের মতো টানে। কেননা, মিশরের ইতিহাস বিশ্বের সবচেয়ে সুদীর্ঘ ও সমৃদ্ধ।ইতিহাস মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে । যার ফলে মানুষ নিজের ও নিজদেশ সম্পর্কে মঙ্গল-অমঙ্গলের পূর্বাভাস ধারণা করতে পারে। কেবলমাত্র ইতিহাসই মানুষের বিচার-বিশ্লেষণের ক্ষমতা বাড়ায়, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে । মিশর নিয়ে এ-যাবৎকাল যত বই আমার পড়ার সৌভাগ্য হয়েছে তারমধ্যে এটিকেই সবচেয়ে অথেনটিক, রিসার্চফুল এবং প্রাসঙ্গিক মনে হয়েছে। বইটি আপনার জানার আগ্রহকে আরও বাড়িয়ে দিবে। আপনি শুধু আপনার অনুসন্ধ্যানী মনের দরজা-জানাল খুলে রাখুন। কেননা যে জানতে চায়, সে জেনেও যায়! আইজ্যাক অ্যান্ডারসনের বিক্ষ্যাত এই বইটি আপনাকে শুধু নতুন কিছু জানাবেই না বরং অনেক রহস্যের জটও খুলে দিবে।