মগড়া
এঁকে বেঁকে একটি নদী
শহর থেকে বেড়িয়ে,
বর্ষা হলেই ছুটে বেড়ায়
বাধা বিঘ্ন এড়িয়ে।
অন্য সময় মরার মতো
বন্ধ থাকে দম,
শুকনো কালে এই নদীতে
পানি থাকে কম।
সাপের মতো পেঁচিয়ে আছে
নেত্রকোণা শহরে,
অনেক আগে ভরা থাকতো
পাটের নৌকা বহরে।
একটি সময় সজীব ছিলো
এই শহরের নদী,
নদীর পাড়েই ব্যবসায়ীরা
পেতে বসতো গদী।