ঘটনাবহুল জীবনের পরতে পরতে ছড়িয়ে থাকে গল্প। কিছু গল্প আনন্দের, কিছু বেদনার। দুঃখ-হাসির গল্পগুলাে জীবনের নিয়ম মেনে ঘটে যায়। শিখিয়ে দিয়ে যায় জীবনবােধের পাঠ; বাতলে দিয়ে যায় বদলে যাওয়ার সূত্র। রৌদ্রময়ীদের এরকম একঝুলি গল্প-সমাহারের নাম মেঘ রােদ্দুর বৃষ্টি।