দুরন্ত কিশােরের দুরন্ত মন। বাধ মানে না কোন কিছুতেই। উড়ন্ত পাখির মতাে মনের পাখায় ভর করে ছুটে যায় দিগদিগন্তে। কিশাের মন জানতে চায়—বুঝতে চায় সব কিছু। মদীনার কিশােরও ঠিক তাই। দুটি কিশােরের স্বপ্ন সত্যকে জানার । মা-বাবার কড়া শাসন মুহাম্মদ (সা.)-এর কাছে যাওয়া যাবে না। কিন্তু কোন নিষেধ তারা মানতে নারাজ। সীমাহীন নির্যাতন চলে ওদের ওপর। গৃহবন্দি করে রাখা হয়। কিন্তু সত্যকে জানার অদম্য প্রেরণা তাদের দমিয়ে রাখতে পারেনি। পাহাড়ের কন্টকাকীর্ণ পথ মাড়িয়ে ওরা ছুটে চলে মদীনার দিকে। রুদ্ধশ্বাস যাত্রা পথে সাথে নেই। কোনাে খাবার, পানি। তাহলে এখন কি হবে ওদের! ওরা কি পারবে মদীনায় যেতে?