যে প্রজন্ম ইতিহাসকে উপেক্ষা করে তার কোনো অতীত নেই এবং ভবিষ্যৎ নেই। জাতি হিসেবে আমরাই কি তার শ্রেষ্ঠ উদাহরণ নয়? একটা স্বাধীন রাষ্ট্রের এত বছর পরেও কি বেহাল দশা! সংস্কার বলতে আমরা রাস্তা-ঘাট, পুল-সাঁকোর পেছনেই পড়ে থাকি অথচ সংস্কার প্রয়োজন ছিল মানুষের। তাদের জ্ঞানের, চিন্তার আর সচেতনতার। উল্টো পথে আমরা শুধু হাঁটিই নি বরং দৌঁড়িয়ে এত পেছনে চলে গিয়েছি যে, এখন ফেরার পথ পেলেও ফিরে আসার শক্তি পাচ্ছি না। প্রচলিত সব সত্যের বিপরীতে এক ঝাঁক মহাসত্যের সার্বজনিন দলিল আপনার সামনে উপস্থিত করবে বইটি। বইটি পড়ে অন্তত আমার কাছে মনে হয়েছে আমি বয়সেই শুধু বড় হয়েছি, আদতে একজন শিশু মাত্র! বইটি যে কোনো মানুষের মধ্যেই তার জানার আগ্রহ বাড়িয়ে দিবে। আর এই আগ্রহটাই সেই মানুষটাকে জ্ঞানে এবং চিন্তায় আরও সমৃদ্ধ করবে। খেলার পেছনেও যে খেলা থাকে সেই চিন্তা তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রাও রাখেন না, সেখানে আমরা তো সাধারণ মানের একেবারেই আঞ্চলিক মানের প্লেয়ার, আমরা এতকিছু বুঝি কি করে?