মাইক্রোটিক হলো, একটি নেটওয়ার্ক প্রডাক্ট প্রস্তুতকারী কোম্পানির নাম। এই কোম্পানি, ১৯৯৬ সালে তাদের কার্যক্রম শুরু করে। কোম্পানিটি লাটভিয়ার রিগা শহরে অবস্থিত। তাদের তৈরিকৃত নেটওয়ার্কিং প্রডাক্টের মান ভালো এবং কম মূল্য হওয়ার সাথে সাথে সার্ভিসের জন্য আজ সবার কাছে সুপরিচিত।
বইটিতে মাইক্রোটিক রাউটারেরর আদ্যোপান্ত আলোচিত হয়েছে। নেটওয়ার্কি সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বইটি অত্যন্ত কাজে আসবে।