এই যে সাকিব আল হাসান এতো ভালো খেলেন-- তিনিও যদি ম্যাচের আগে বা পরে ফেসবুক খুলে তাঁর পোস্টের কমেন্টগুলো পড়তেন তাহলে হয়তো এতো ভালো খেলতে পারতেন না। তিনি জানেন যে তিনি খেলেন আর অন্যরা তাঁর খেলা দেখার জন্যে বসে থাকেন। তাঁর তুলনায় যারা ক্রিকেটের কিছুই বুঝে না তারাও অনবরত তাঁর উদ্দেশ্যে উপদেশ বা গালি ছুঁড়তে থাকেব। এই 'আমি খেলছি, আর বাকিরা তো শুধুই দেখছে'- মনোভাবটা আমাদেরও সব কাজের মধ্যেই আনা দরকার। একজন যদি বলেও যে আমার আইডিয়া বা আমার কাজটা খারাপ তাহলে আমাদের চিন্তা করা উচিত যে, আমি তো কাজটা করেছি, আর সে তো না করেই সমালোচনা করছে। তাঁর মন্তব্যে আমার কাজের কিছু যায় আসে না, যেমনটা আমাদের কমেন্টে সাকিবের খেলার কিছু যায় আসে না। আমাদের নিজেদের মধ্যে এই আত্মবিশ্বাসী এই মনোভাবটা তৈরি করতে পারলে আমরা নিজেরাও নিজ নিজ কাজের ক্ষেত্রে সাকিব আল হাসান হয়ে উঠতে পারবো। এই তো কিছুদিন আগে এক রিপোর্টার সাকিব আল হাসানকে প্রশ্ন করলেন, আপনাকে নিয়ে যে এতো আলোচনা-সমালোচনা হয়, আপনি এটাকে কীভাবে দেখেন? স্বভাবসুলভ মুচকি হাসি হেসে তিনি বললেন- দেখি ই না।