লাভের অঙ্কে শূন্য:- আজকের সমাজে ভালো মানুষের যে বিশেষ কোনো মূল্য নেই, এই কথাটি মোটামুটি সর্বজনবিদিত। একজন ভালো মানুষকে যে কোনো ক্ষেত্রেই হোক পিছিয়ে পড়তে হয়, কেবল যেন ভালো মানুষ হওয়ার অপরাধেই। অন্যের কাছে ঠকতে হয় বারবার, ষড়যন্ত্রের শিকার হয়ে ভুগতে হয় অশান্তিতে, ব্যর্থতাকে বরণ করে নিয়ে ধুঁকতে হয় হতাশায়।
কেননা সত্যের দশা করুণ, মিথ্যা দাপুটে। সচেতনতার জ্ঞান ডিঙিয়ে অজ্ঞানতা ও অসচেতনতা যদি ঘাড়ে উঠে বসার সুযোগ পায়, তবে তা হজমের অভ্যাসও মানুষকে রপ্ত করে নিতে হয়। তবে এভাবে আর কতদিন? একটি সমাজে প্রত্যেকেই মানুষ হয়ে উঠেনা। দেখতে মানুষ মনে হলেও আদতে অনেক অমানুষদের বাস রয়েছে আমাদের এই সমাজে।
“যেখানে মশারির ভেতরে থাকা একটি মশাই রাতের ঘুমের দফারফা করে দিতে পারে, সেখানে এমন গুটি কয়েকজন অমানুষই একটি সমাজকে ধ্বংস করে দিতে সক্ষম।”
এই পীড়াদায়ক কঠিন সত্য কথাটি আরও একবার আপনাকে হজম করতে হবে, সত্য ঘটনার উপর নির্মিত “লাভের অঙ্কে শূন্য” নামক অসাধারণ এই উপন্যাসটিতে। বইটি আপনার অদৃশ্য তৃতীয় চোখ-টি খুলে দিয়ে আপনার চিন্তা ও মানসিকতায় যোগ করবে একটি নতুন পালক।