আইটিতে (ইনফরমেশন টেকনোলজি) ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সহায়তা করার জন্য এ বইটি লেখা হয়েছে।
আইটিতে ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে বেসিক ট্র্যাবলসুটিং/ট্রাবলশুটিং নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট, সিকিউরিটি বিষয়ে জানতে হবে।
এখন কথা হচ্ছে বেসিক ট্রাবলসুটিং বলতে কী বোঝানো হচ্ছে, বেসিক ট্রাবলসুটিং বলতে বোঝানো হচ্ছে, এই ধরুন উইন্ডোজ ইনস্টল করা, পিসিতে লগইন করার সময় কোন ধরনের ইরর আসলে সেই ইররটি সমাধন করা। আমরা বেসিক ট্রাবলসুটিং সেকশনে ট্রাবলসুটিংগুলো নিয়ে আলোচনা করেছি।
পাশাপাশি বেসিক নেটওয়ার্কিং বলতে বোঝানো হচ্ছে, নেটওয়ার্ক কেব্লের সঙ্গে কানেক্টর সংযোগ থেকে শুরু করে কীভাবে একটি রাউটার কনফিগার করব, সঙ্গে প্রিন্টর শেয়ার, ওয়্যারলেস কনফিগার করা।
সার্ভার ম্যানেজমেন্ট বলতে বোঝায়, আপনার নেটওয়ার্কে যে পিসিগুলো রয়েছে, সেই পিসিগুলো সার্ভার দিয়ে কীভাবে ম্যানেজ করা। ধরুন আপনার নেটওয়ার্কের পিসিগুলোর ইউএসবি যদি এনাবল/অ্যানাবল থাকে থাহলে কোনো একটি পিসিতে পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস আসে তাহলে নেটওয়ার্কের সব পিসিতে আক্রমণ করবে, তাই আপনি চাইলে সার্ভারের মাধ্যমে সব পিসির ইউএসবি অ্যাকসেস/অ্যাক্সেস বন্ধ করে দিতে পারেন। পাশাপাশি ধরুন, কোনো একটি ফাইল সব ইজজারের ডাউনলোড করা প্রয়োজন। সে ক্ষেত্রে সবাই যদি ডাউনলোড করে তাহলে বেশি ব্যান্ডউইডথ প্রয়োজন হবে। সে ক্ষেত্রে আপনি একটি এফটিপি সার্ভার তৈরি করে, সেই সার্ভারে ফাইলটি ডাউনলোড করে রেখে দিলে সবাই তখন এই সার্ভার থেকে সহজেই কপি করে নিতে পারবে।
সবশেষে সিকিউরিটি কনফার্ম বলতে বোঝায় সব ইউজারের মধ্যে সিকিউরিটি সচেতনতা তৈরি করা। পাশাপাশি হ্যাকারের হাত থেকে সব পিসি ও সার্ভারকে রক্ষা করা। এই বইয়ে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইটি জব ইন্টারভিউয়ে সাধারণত যে ধরনের প্রশ্ন করার হয় সেগুলোর প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে।