"পুরো ব্যাপারটা এত আকস্মিক ছিল যে, তার নিয়ন্ত্রণ ছিল না— তারেক নিজেকে নিজের কাছে ভালো হয়ে থাকতে দেয়। আর রূপাটা যে কী! তবে তাকে লজ্জিত হতে হয়নি। শাপলার সঙ্গে প্রথম অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। লজ্জায় মরে গিয়েছিল সে। পুলক ফিরে এসেছে। তারেক তাকে সরি বলেছে। পুলক এমন ভান করেছে যেন কিছুই হয়নি।
আমি নিজেও জানি তোর কষ্ট হয়, খরচ তো কম নয়। দেখি কিছু করা যায় কি না। তারেকের ভালো লাগে ভেবে যে পাগলের বোধোদয় হয়েছে। সে নিজের ভেতরেও একটা পরিবর্তন খেয়াল করে। আর খেয়াল করে, পুলক যখন বাইরে থাকে, ঘণ্টাখানেকের মধ্যে ফিরবে এমন, তার আসার বেশ আগে আগে রূপা চলে আসে। "