মানুষ প্রয়োজনে একে অন্যের দ্বারস্থ হয়। একজনের থেকে দরকারি জিনিসটি নিতে গেলে তাকেও উপকৃত করতে হয় কোনো না-কোনোভাবে। এরকম লেনদেন চলে আসছে আবহমানকাল থেকেই। প্রাত্যহিক প্রয়োজনীয় আদান-প্রদানই মূলত ব্যবসা। কালের আবর্তনে তাতে মানুষ যুক্ত করে কৌশল ও নিয়মকানুন। ফলে ব্যবসায় সংমিশ্রণ ঘটে ভালো ও মন্দের।মানুষের অর্থনৈতিক দিকটি যেন স্বচ্ছ ও নির্ভেজাল থাকে, এজন্য ইসলাম উপকারী কেনাবেচাকে হালাল আর ক্ষতিকর ক্রয়বিক্রয়কে হারাম ঘোষণা করেছে। তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো, ব্যবসার ক্ষেত্রে হালাল-হারামের বিধান জানা। বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা। বেচাকেনায় কাউকে না ঠকানো। অসৎ লোকদের প্রতারণা থেকে সাবধান থাকা।এ গ্রন্থে ইসলামি অর্থনীতির আলোকে আধুনিক বিজনেস, ব্যাংকিং, মার্কেটিং পলিসি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি বিষয়ের প্রয়োগক্ষেত্র উল্লেখ করে বর্তমান সময়ের উদাহরণ টেনে একে আরও স্পষ্ট করা হয়েছে। সর্বোপরি ইসলামি বিধানের আলোকে আধুনিক অর্থনীতি জানতে শিক্ষিত ও সাধারণ সকলের জন্যই গ্রন্থটি উপকারী হবে, ইনশাআল্লাহ।