আজ এমন এক প্রেমিকের গল্প আপনাকে শোনাবো যার প্রেম ‘স্বদেশ’ এর গণ্ডি ছাড়িয়ে ‘পারদেশ’ এর মানুষকেও শিখিয়েছে কিভাবে ‘মোহাব্বাতে’ হয়, কিভাবে ‘ডর’কে জয় করে জীবনের পথে ‘চালতে চালতে’ নিজের ‘দিলওয়ালে দুলহানিয়া’কে জয় করতে হয়। যার প্রেম দেখে মনে ‘কুচ কুচ হোতা হ্যায়’, যার প্রেম দেখে ভালবাসার জন্য ‘দেবদাস’ হতে ইচ্ছে হয়, প্রিয় মানুষটিকে বলতে ইচ্ছে হয় ‘ম্যায় হু না’! বলছিলাম রাহুল (নাম তো শুনা হোগা?), রাজ, কবির খান, রিজওয়ান খান তথা বলিউডের মহানায়ক শাহরুখ খানের কথা।
'ঘুমানো মানে
জীবন নষ্ট করা'। এই শক্তিশালী ভাবনাটি শাহরুখ খানের। এই একটি ভাবনাই সাদা-মাটা সাধারণ মানুষটাকে আজ অসাধারণ বানিয়ে দিয়েছে। মানুষটার প্রথম রোজগার ছিল ৫০ টাকা। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে তিনি চলে গিয়েছিলেন আগ্রায়। শখ তো আর কোনো তুচ্ছ বিষয় না!
লোকে তাকে বলে, অভিনয় জগতের ঈশ্বর, দাবি করে ‘চিরতরুণ’, তিনি শাহরুখ খান। ছিলেন, আছেন এবং থাকবেন। যার সাফল্য আজ আকাশ ছুঁয়েছে,তাকে উপলব্ধি করতে এখনি পড়তে শুরু করুন দূর্দান্ত এই বইটি। তার বাতলে দেওয়া সফলতার সকল সিক্রেটস গুলো আপনার ভাবনা অনুযায়ী পর্যায়ক্রমে সাজিয়ে নিজেকে এগিয়ে ফেলুন কয়েক ধাপ।