সালাতে দাঁড়ালেই কেমন যেন উথালপাথাল করে মন৷ বিক্ষিপ্ত ভাবনায়, বিচ্ছিন্ন চিন্তায় আবদ্ধ হয় মনোযোগের সমস্ত আয়োজন৷ কেন যেন সালাতে দাঁড়ালেই আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি৷ যে মহান বাদশাহর দরবারে হাত পাতব বলে জায়নামাজ বিছাই, খানিক বাদে সেই জায়নামাজ মুখরিত হয় আমাদের অন্তরের সব অবান্তর কলরবে। যার কাছে নত করি শির, সেই শির যদি ডুবে থাকে দুনিয়াবি মগ্নতায়, করুণা লাভের প্রত্যাশা সেখানে অলীক স্বপ্নের নামান্তর মাত্র৷
বৃক্ষের সঞ্জীবনী শক্তি এবং জমির উর্বরা শক্তির মতো আমাদের সালাতেরও প্রয়োজন পর্যাপ্ত প্রাণশক্তি৷ সূর্য যেমন উদ্ভিদে খাদ্যের জোগান দেয়, বৃষ্টিকণা যেভাবে মাটিতে সজীবতা ছড়িয়ে দেয়, অক্সিজেন যেমনি করে দেহের মাঝে বইয়ে দেয় প্রাণের স্ফুরণ, ঠিক সেভাবে সালাতকে জীবন্ত করে তুলতে প্রয়োজন হৃদয়ের একান্ত আকুতি৷ সেই আকুতির খোঁজে, অন্তরের সেই সঞ্জীবনী শক্তির সন্ধানে আমাদের এবারের নিবেদন ‘খুশুখুফূ’।