অমিমাংসিত বিশ্বাসকে যৌক্তিক ছকের মধ্যে রেখে ঈশ্বর, ধর্ম, ধর্মগ্রন্থ এবং ধর্ম-বিশ্বাসীদেরকে টেনে এনে যিনি মীমাংসায় অবতীর্ণ করতেন তিনি আহমদ শরীফ। এই মানুষটাকে আপনি গ্রহণ করতে না পারলেও বর্জন করতে পারবেন না। “কালোচিত কিছু বিবেচ্য বিষয়” বইটিকে মূল্যায়ণ করা আমার জন্যে বেশ কঠিন একটা বিষয়। তাই হুমায়ুন আজাদ স্যারের মূল্যায়নটিই বরং উদ্ধৃত করি,“ডঃ আহমদ শরীফ ছিলেন বোশেকের দুপুরের রোদের মতো সুস্পষ্ট মানুষ। তিনি নিজের চারপাশে সন্ধ্যার আলো-আঁধারি সৃষ্টি করে তৈরি করতে চাননি নিজের রহস্যময় ভাবমূর্তি, মাথার চারপাশে তৈরি করেননি কোন জ্যোতিশ্চক্র।” হুমায়ুন আজাদ। তিনি যা তিনি আসলে তাই-ই। ছোট এই বইটিতে তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন তা এখন অব্ধি কেউ এড়িয়ে যেতে পারেন নি। তিনি ভবিষ্যৎ বানী করে গিয়েছেন আগামীর। শুধু নির্দেশনায় নয় বরং যৌক্তিক উপস্থাপনের মাধ্যমে তিনি মানুষের করণীয় এবং জীবন পরিচালনা করার মন্ত্রও শিখিয়ে দিয়েছেন।এমন দূরদর্শিতা এবং চিন্তার খোরাক জোগানো বই হয়তো অনেক কাল অপেক্ষা করলে একটা পাওয়া যায়।