এটা বই নয় একটা হীরক খন্ড। জানি না ক”জন এই অমূল্য রত্মের স্পর্শ পেয়েছেন। তবে যারা পান-নি আমি তাদের-কে তা সংগ্রহের জন্যে শুধু তাগিদ-ই দিবো না বরং অনুরোধ করবো। বইটা পড়া উচিৎ। আমি বিশ্বাস করি যে বই আমাকে কোনো চিন্তার খোরাক যোগায় না, সেটা একমাত্র পাঠ্য বই। যা পড়তে আমার বরাবরই বিরক্ত লেগেছে। যা পড়ে আমি কিছু গাণিতিক নাম্বার ছাড়া আর কিছুই অর্জন করতে পারি নি।
আহমদ শরীফ স্যার-কে কেউ হজমও করতে পারে-নি আবার পারে নি উপেক্ষা করতেও। বাংলাদেশে এ যাবৎ কাল জন্ম নেওয়া বুদ্ধিজীবির হিসেব কষলে যে
কারও লিস্টের প্রথমেই চলে আসবে উনার নাম। এর কারণ একটাই, উনার চিন্তা, চেতনা, ভিন্ন দৃষ্টি এবং অসাধারণ ভাবনা। সেই ভাবনার একটা গোটা দোকান হচ্ছে এই “কালিক ভাবনা”।