জিনজাতি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জিনদের বসবাস ছিল। আল্লাহ তাআলা তাদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন আশ্চর্য সব ক্ষমতা। মানবসমাজের অসম্ভব অনেক কিছুই জিনদের জগতে নিতান্ত স্বাভাবিক ঘটনা। তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পারি না। তারা আমাদের ব্যাপারে প্রায় সবকিছুই জানে, সেই তুলনায় আমরা তাদের ব্যাপারে খুব কমই জানি। জিনদের জীবন, জগৎ, ইতিহাস, কার্যকলাপ সবই মানুষের অগোচরে ও জ্ঞানের বাইরে। এ সম্পর্কে যতটুকু জানা যায়, তা কুরআন-হাদিসের বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে। জিনদের রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। পাপ-পুণ্যের হিসাব-নিকাশ তাদেরও হবে। কুরআন-হাদিসের আলোকে জিনজাতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বইয়ে।