কুরআনুল কারিম মহান আল্লাহর পবিত্র কালাম। সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। মুমিনের জীবন ও ভাবনায় কুরআনের প্রোজ্জ্বল প্রভাব রয়েছে। আল্লাহর আদেশ-নিষেধ পালনের সাথে সাথে বান্দা তাঁর কথাগুলো নিয়ে চিন্তাভাবনা করবে। নিজেকে রবের খাঁটি বান্দায় পরিণত করবে। ফলে কুরআনের যে আকর্ষণ ক্ষমতা রয়েছে, এটা বান্দাকে তার মহান রবের কাছাকাছি নিয়ে যাবে। এই বইয়ে আমরা জানতে পারব—কীভাবে কুরআন নিয়ে চিন্তাভাবনা করব, কুরআনের অলৌকিকত্ব ও চমৎকারিত্বের বিষয়গুলো থেকে আমাদের মেধা ও মননকে শানিত করব কোন প্রক্রিয়ায়, কীভাবে কুরআনের আলোয় আলোকিত করে তুলব যাপিত জীবন এবং কেমন করে কুরআনের তাদাব্বুরে দৈনন্দিন সময়কে কাজে লাগাব, সর্বোপরি কীভাবে কুরআনের মাধ্যমে অর্জন করব আল্লাহর নৈকট্য।