জীবন গল্পের মতাে হয় না, আবার মাঝে মাঝে জীবন গল্পের চেয়েও বেশি গল্পময় শিল্পী তার শব্দের বুননে এঁকে যায় গল্পের রং, আর জীবনের বেলায় সাক্ষাৎ শিল্পীই যেন হয়ে ওঠেন গল্পের রং ঢেউয়ের উত্থান আর পতনের মতাে জীবনের গতিবিধিও ভীষণ চঞ্চল৷ কোথাও তার ভরা বর্ষা, কোথাও কাঠফাটা রোদ্দুরে তার বেদম তৃষ্ণা কোথাও সে সারি সারি ঝাউ-পলাশ আর বাবলা গাছের বন, কোথাও যেন का সে পায়ের তলায় কড়কড়ে উত্তপ্ত বালুর ধু-ধু মরুভূমি! কখনাে তার চোখভরা বিস্ময়, কখনাে সে আকস্মিকতায় ভীষণ আহত! জীবনের দুটো তীর এক তীরে কেউ সার্থকতায় হাসে, অন্য তীরে কেউ হয়তােহতাশায় পর্যুদস্তা কেউ হয়তােজীবনে বিলীন হওয়ার মাঝেই খুঁজে নেয় সুখ, কেউ সুখ খুঁজে পায় অনন্ত জীবনের স্রোতে অবগাহনাে জীবন একটাই কিন্তু কী ভীষণ আলাদা তার বয়ে চলার ধরন! একটা জীবন ভিন্ন ভিন্ন স্রোতে, ভিন্ন ভিন্ন রূপে আমাদের চোখে ধরা দেয়া অথবা, কখনাে কখনাে আমরাও তার সুনিপুণ শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হই। কিছু গল্প নিয়ে তৈরি হয়েছে জীবনের একটা প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে জীবনের অনেকগুলাে রূপ, অনেকগুলো বাঁকা জীবন মেলে ধরেছে তার অগুনতি ডালপালা জীবন যেখানে যেমন।