হুমায়ূন-সাহিত্য বৈচিত্র্যের আকর। সে বৈচিত্র্যের স্বরূপ অনুধাবনের জন্যে রচনাবলীর যে-কোনাে একটি খণ্ডের প্রতি নজর দেওয়াই যথেষ্ট। বিষয়ে আঙ্গিকে আর প্রকাশ-সৌকর্যে মুগ্ধ হওয়ার আয়ােজন প্রতি খণ্ডেই সমান। সপ্তম খণ্ডও এদিক থেকে ব্যতিক্রম নয়। এতে রয়েছে চারটি উপন্যাস, হিমু আর মিসির আলির একটি করে উপাখ্যান, ভ্রমণােপাখ্যান যশােহা বৃক্ষের দেশে, শিশুতােষ বােতল ভূত এবং গল্প সংকলন অয়ােময়।