যাদুকর এগিয়ে চলেছেন তাঁর সহজ পদচারণায়, আর তাঁর প্রতিটি পদপাতেই ছড়িয়ে পড়ছে অজস্র ফুলের হাসি। হাঁ, এমনি যাদুকরি মুগ্ধতা ছড়িয়ে হুমায়ূন আহমেদের এগিয়ে চলা। সাহিত্যের প্রতি অঙ্গনে তাঁর অবদান বিপুল অভিনন্দনে ধন্য। আর এভাবেই গড়ে উঠেছে হুমায়ূন-সাহিত্যের বিশাল সম্ভার। কেবল বাংলাদেশেল সীমায়ই নয়, বিদেশেও তার রচনাবলী আগ্রহ সৃষ্টি করতে শুরু করেছে, সমাদৃত হচ্ছে অনূদিত হয়ে। রচনাবলীর এই তৃতীয় খণ্ডে থাকছে-উপন্যাস, ছোটগল্প, সায়েন্স ফিকশন, হিমু, আখ্যানমালা ও নাটক।