উপন্যাস, ছােটগল্প, নাটক, কবিতা ও গান সাহিত্যের যে শাখায়ই হাত দিয়েছেন অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য আর অকল্পনীয় জনপ্রিয়তা। চলচ্চিত্র আর নাট্য পরিচালনায়ও তিনি ছিলেন সমান কৃতিত্বের অধিকারী। সব পরিচয়ের বড় পরিচয়, তিনি একজন নিবেদিতপ্রাণ লেখক। চৌষটি বছর জীবনের চার দশকেরও বেশি ব্যয় করেছেন। লেখালেখিতে। জমে উঠেছে সাহিত্যের বিচিত্র আর বিপুল সম্ভার। সঙ্গতভাবেই প্রকাশিত হয়েছে বরেণ্য এ লেখকের রচনাবলী। লেখকের ষাটতম জন্মদিনে প্রকাশিত রচনাবলী-র দ্বিতীয় খণ্ডে রয়েছে : অন্যদিন, এই বসন্তে, সবাই গেছে বনে, তােমাকে, আনন্দ বেদনার কাব্য, তারা তিনজন, দেবী, অমানুষ, তােমাদের জন্য রূপকথা। হুমায়ূন রচনাবলীর দ্বিতীয় খণ্ডেগ্রন্থিত 'অমানুষ' একটি ব্যতিক্রম রচনা বিদেশি গল্পের পুনর্কথন। সুবিশাল হুমায়ূন-সাহিত্যে এ জাতীয় রচনা এই একটিই আছে।