ঘণ্টা বাজছে। খুব মিষ্টি শব্দ। ঘণ্টাধ্বনি বলে দিচ্ছে একজন কেউ পাশে ছিল, এখন নেই। বড়ই মজার ব্যাপারতাে, যে চলে গেছে সে তার ছায়া ফেলে গেছে। পাখি যখন চলে যায় সে তার পালক ফেলে যায়। এই মানুষটা ফেলে গেছে তার ছায়া। কি অদ্ভুত সেই ছায়া।। হলুদ পাঞ্জাবী খালি পায়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষের ছায়া। সেই ছায়া কথা বলে। প্রশ্নের উত্তর দেয়।
এই তােমার নাম কি ? আমার নাম হিমু। হিমালয় থেকে হিমু। কেমন আছ তুমি ? আমি খুব ভাল আছি। হিমুরা কখনাে খারাপ থাকে না। হিমুরা বলছ কেন? তুমিতাে একা। আমি একা এবং অনেক। এ আবার কেমন কথা ? খুবই অদ্ভুত কথা । তুমি কে? আমি কিছুই না, আবার অনেক কিছু। ছায়া মানুষ হাসছে। হাসির সঙ্গে মিলিয়ে ঘণ্টা বেজেই যাচ্ছে । ঘণ্টাধ্বনি এখন তীব্র।
হঠাৎ ছায়া মানুষ হাসি বন্ধ করল। সঙ্গে সঙ্গে ঘণ্টাধ্বনি থেমে গেল। সে দু'হাত তুলে আকাশের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে আকাশে চাঁদ উঠল। আকাশ ভেঙ্গে নামল জোছনা । কি অপূর্ব জোছনা ।