এ বইতে আমি একমাত্র দুঃখ বোধ করেছি গাভীটির কথা ভেবে। বেচারী। বাকীদের গো-চোনা, গোময়, গো-দুগ্ধ ইত্যাদি পঞ্চগব্য খাওয়ালেও তাদের অন্তরাত্মা পরিশুদ্ধির কোন সম্ভাবনা নেই। অতএব, উহারা উচ্ছন্নে যাউক। বাংলাতে আর কেউ এতো সুন্দর করে ডার্ক হিউমার / কমেডি ব্যবহার করে সোসাইটিকে আঘাত করতে পারেনি। বইটি যদিও হাস্য-রসাত্মক আবহে রচিত। কিন্তু বাস্তবতার নিরিখে বিবেচনা করলে বলতেই হয় যে,লেখক এই উপন্যাসের মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন,বাঙালি জাতির সকল সংগ্রাম ও গৌরবের লীলাভূমিটি
কিভাবে দুর্নীতি ও বিপথগামী রাজনীতির কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে। প্রচলিত ধারার কাহিনী হতে সরে এসে ব্যতিক্রমধর্মী অথচ বাস্তববাদী উপন্যাস রচনার একটি উৎকৃষ্ট নিদর্শন হল এই “গাভী বিত্তান্ত।”
কখনো কখনো একটি বইই যথেষ্ট হয়ে দাঁড়ায় লেখক কে অমরতা প্রদান করতে। এটি সেরকম একটি বই। এক কথায় মাস্টারপিস।
স্যাট্যায়ার টি আহমেদ ছফা এত দারুন ভাবে লিখেছেন যেন কোনো শিল্পীর চিত্রকর্ম। প্রতিটা এঙ্গেল থেকে রি-প্রেজেন্টস করছে গভীরতম কোনো বিষয়!