অফিসে ঘুরে ঘুরে জুতার সুকতলি ক্ষয় করা নির্বুদ্ধিতারই সামিল। কারণ ইন্টারনেট সারা বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজনের যোগাযোগ করা সম্ভব। বিদেশ-বিভুঁইয়ের কারো সাথে ভিডিও কথোপকথন আজ থেকে মাত্র তিন বছর আগেও অসম্ভব এবং অবিশ্বাস্য। এসব ব্যবস্থা এখন গ্রামের স্বল্প শিক্ষিত মানুষের কাছেও পরিচিত।