ফেরেশতা এক বিস্ময়কর সৃষ্টি। তারা আল্লাহর বাহিনী, নুরের তৈরি। বিশ্বব্রহ্মাণ্ডের সুষ্ঠু পরিচালনা তাদের হাতে ন্যস্ত। মর্যাদা ও মর্তবা অনুসারে তাদের রয়েছে নানা শ্রেণিবিন্যাস। রিজিকবণ্টন, মেঘমালা পরিচালনা, আমলনামা-লিপিবদ্ধকরণ, জানকবজ, জান্নাত-জাহান্নামের দেখভাল-সহ দুনিয়া আখিরাতের যাবতীয় দায়িত্ব তাদের কাঁধে। সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের ইতিহাস ও কর্মবিধির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এই বইয়ে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন ঈমানের মৌলিক অংশ। তাদের সম্পর্কে একজন মুমিনের যা যা জানা দরকার, তার সবই উঠে এসেছে এই দুই মলাটের ভেতরে।