বি:দ্র: “যত তাড়াতাড়ি সম্ভব বইটি পড়ে ফেলেন। আঘাত আঘাতে জর্জরিতে হবেন-মনের উপর থার্ড ডিগ্রী সার্জারী চলবে।তবে পুরানো খুঁটি আঁকড়ে ধরে থাকলে, একই রকমভাবে ক্রমাগত বিচার করতে থাকলে আপনার বদ হজম হবে, হতে বাধ্য।”
সুপাঠ্য এবং অবশ্যইপাঠ্য এমন বিশেষ যে কয়টি বই রয়েছে তার মধ্যে এটি অন্যতম। সু-বিবেচক এবং উঁচু শ্রেণির পাঠক/পাঠিকা ছাড়া অন্যদের চোখে কেবল অশ্লিলতাই ধরা পড়বে। বইটিতে থাকা চিন্তা উদ্রেকের যে অসংখ্য উপকরণ রয়েছে তা খালি চোখে খুব কম মানুষের চোখেই ধরা পড়বে। এই উপলব্ধিগুলো তারাই
করতে পারে যারা দেখে তাদের তৃতীয় চোখ দিয়ে, বিবেচনা করে হৃদয় দিয়ে। আবেগ নয় যাদের নিকট বিবেকই সব।
Mind boggling. He brought out the deep rooted male domination on me. This book in particular is a proof how brilliant as a writer he was! OMG I was sometimes in rage and then in disbelief I found deep inside me there are rotten roots. This book made me to think deeply. This book made me to think for positive change and showed the area of development as a person.
সুতরাং একটু উঁচু মানের পড়ুয়া ছাড়া এই বইটি অন্যদের পড়তে নিষেধই করবো। কেননা, কয়লাকে যারা শুধু ময়লাই মনে করে তাদের নিকট কয়লার মাহাত্য বুঝানো মুশকিল।