প্রথম সংস্করণের ভূমিকা :
এলেবেলে দ্বিতীয় পর্বের লেখাগুলো এর আগে গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় পৃথক পৃথক ভাবে লেখাগুলো খবরের কাগজ, উন্মাদ, কিছূ মিছূ , বিচিত্রা ইত্যাদি ম্যাগাজিনের ছাপা হয়েছিল। এছাড়া সর্বশেষ লেখকের একটি ব্যাঙ্গাত্মক রচনা সংকলিত করা হয়েছে।
-- প্রকাশক
দ্বিতীয় সংস্করণের ভূমিকা :কবি নির্মলেন্দু গুণের ইলেকশন ক্যাম্পেন করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল তার গল্প এই সংস্করণে ঢুকিয়ে দিলাম। সদ্য সমাপ্ত ধারাবাহিক নাটক অয়োময় প্রসঙ্গে একটি লেখা আছে। প্রথম সংস্করণে ছাপায় প্রচুর ভুল ছিল, সেগুলো ঠিক করা হয়েছে তবে অন্য জায়গায় আবারো ভুল করা হয়েছে। এটাই স্বাভাবিক কারণ গ্রন্থের নামই হলো ‘এলেবেলে’।-- হুমায়ূন আহমেদ