ভূমিকা : আমি প্রায়ই কিছু অদ্ভুত চরিত্র নিয়ে ভাবি । এমন কিছু চরিত্র যাদের কখনো কোথাও খুঁজে পাওয়া যাবে না। অবশ্যি এ ধরনের চরিত্র নিয়ে কিছু লিখতে ভরসা হয় না। কারণ আমি জানি লেখা মাত্র আমাকে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হবে। পাঠক-পাঠিকা জানতে চাইবেন, ‘লোকটা কে?’ ‘সে কোত্থেকে এসেছে?’ “ব্যাপারটা কি?” “কি হচ্ছে?” আমি এসব প্রশ্নের জনাব জানি না। অবশ্যি সব প্রশ্নের জবাব যে জানতেই হবে তারও তো কোনো কথা নেই। এই ভেবেই শেষ পর্যন্ত লিখে ফেললাম। লেখার খসড়া একটি ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পুস্ককাকারে পরিপূর্ণ লেখাটি প্রকাশিত হলো। কেউ গুরুত্বের সঙ্গে এই লেখাটি বিবেচনা না করলেই খুশি হবো।
হুমায়ূন আহমেদ
১৫ এপ্রিল ১৯৯১