মহামতি ঈশপের খরগোশ ও কচ্ছপের গল্পের কথা মনে আছে? কেমন হতো যদি এই ডিজিটাল যুগে দৌড় প্রতিযোগিতার জন্য এরা পায়ের উপর নির্ভর না করে প্রাইভেট কার বা মেট্রোরেলের সাহায্য নিত? কিংবা সেই তৃষ্ণার্ত কাকটি যদি কলসিতে পাথর ফেলে পানি পান করার চেষ্টার পরিবর্তে মিনারেল ওয়াটারের বোতল কিনে তৃষ্ণা মেটাবার চেষ্টা করত? এই বইতে ঈশপের গল্পের চরিত্রগুলোকে নিয়ে এমন সব আজগুবি কল্পনাই করা হয়েছে। ঈশপের জনপ্রিয় ত্রিশটি গল্পকে ডিজিটাল যুগের নানা সুবিধা, অসুবিধা ও অসংগতির প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে রসাত্মক রম্যরচনার ভঙ্গিমায়। গল্পগুলো সব বয়সী পাঠকের জন্যই লঘু বিনোদনের পাশাপাশি ডিজিটাল যুগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবনার খোরাক যোগাবে বলে আশা করা যায়।