‘স্তব্ধতার দেয়াল টেক/ দুয়েকটি শব্দ আমার অন্ধত্বকে/ উপহাস করে’— এই গ্লানিবোধ বুঝি সকল মানুষেরই। ব্যক্তি, সঙ্ঘ, সমাজ, রাষ্ট্র— সবখানে আজ দেয়ালের অনিবার্য আড়াল। প্রকৃত কবির অন্বেষা নিয়ে তারেক রেজা এই আড়াল ভাঙতে চান, খুলে দেখতে চান দেয়ালের অন্তরাল। যেখানে ‘ভীড় ঠেলে দেখি— ভেতরে ভীষণ ফাঁকা/ খা-খা রোদ্দুর’। প্রেমের নিকটে গিয়েও কবির হতাশ্বাস— ‘স্বপ্নগুলো গুমরে মরছে/ মৃন্ময়ী নখের কাছে’। এই ভাবে পেঁয়াজের খোসা ছেঁড়ার মতো আড়াল খুলতে-খুলতে কবির বেদনার্ত উপলব্ধি : ‘মুখোশের আড়ালে কেউ আর অক্ষত নই’। এমনই উন্মোচন আর নির্মম সত্যের সমবায়ে রচিত কবির এ কাব্যগ্রন্থ।